মহামায়া পথ ছেড়ে না দিলে কার কী সাধ্য! হে, জীব,শরণাগত হও, কেবল শরণাগত হও। - suexpress

Header Ads

মহামায়া পথ ছেড়ে না দিলে কার কী সাধ্য! হে, জীব,শরণাগত হও, কেবল শরণাগত হও।

মায়ের কথা...  

একবার কামারপুকুরে জৈষ্ঠ্য মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। 
ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন।
......একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে। 
তাই দেখে তিনি বলছেন,
'এটিকে মারিসনে রে,এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেমন ঘুরছে।

 কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়।

' তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন,'আহা,কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়।'.
..মহামায়া পথ ছেড়ে না দিলে কার কী সাধ্য! হে, জীব,শরণাগত হও, কেবল শরণাগত হও
 তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন।
                                     -শ্রীশ্রীমা
হটযোগ সিদ্ধ স্বামী বিবেকানন্দ,তাঁর দেহত্যাগের দিনটি কথা তিনি আগেই জানতেন
🥀🥀🥀🥀🕉️🙏🏻🕉️🥀🥀🥀
🥀🌺🥀🌺🥀🌺🥀🌺🥀🌺

No comments

Powered by Blogger.