কোলকাতাতে প্রথম করােনা ভাইরাসের আক্রান্ত - suexpress

Header Ads

কোলকাতাতে প্রথম করােনা ভাইরাসের আক্রান্ত

কোলকাতাতে প্রথম করােনা ভাইরাসের আক্রান্ত


অরুনিমা দে
অরুনিমা দে
ইনিই হল...
পশ্চিমবঙ্গের স্পেশাল সেক্রেটারি অরুনিমা দে’র ছেলে লন্ডন ফেরত আমাদের গৌরব, । কোলকাতাতে প্রথম করােনা ভাইরাসের আক্রান্ত। যে তার মার প্রভাব খাটিয়ে পুরাে কোলকাতা সাথে অনেক মানুষের ক্ষতি করলাে। এই ভাইরাস নিয়ে কোলকাতা ও শপিং মলগুলােতে ঘুরেছে, ডাক্তার বলার পরেও কোনাে পদক্ষেপ নেই
বাবু সারা বিশ্বে কোরোনা সংক্রমণের কথা জেনেও লন্ডন গেলো বান্ধবীর সাথে পার্টি এটেন্ড করতে।
সোনা বাবু 15 তারিখ কোলকাতা এয়ারপোর্ট নামলো, বাবুকে এয়ারপোর্টে থার্মাল চেকিংয়ের পর এয়ারপোর্ট অথারিটি বললো বেলেঘাটা আইডি তে যেতে!
কিন্তু বাবুর তোহ্ সোনার চামচ মুখে নিয়ে চলাফেরার অভ্যাস, বাবু সোজা মায়ের হাত ধরে চলে এলো বাড়িতে...
আবার মা 16 তারিখ এম.আর.বাঙুরে নিয়ে গেলেন সোনা বাছাকে, বাছাও উঁহু আঁহা করতে করতে গেলো! সেখানেও ডাক্তাররা বললো আর সময় নষ্ট না করে এখনি বেলেঘাটা আইডি তে যেতে...
বাবুর এবারও ব্যাপারটা না পাসান্দ্! বাবু শুধু মায়ের হাত ধরে বাড়ি ফিরে এলোইনা,, দক্ষিন কোলকাতার শপিং মল, রেস্তোরাঁ তে ঘুরে বেড়ালো সারাদিন জুড়ে!
মা এদিকে সরকারী আমলা, তিনিও কিন্তু সংক্রামিত ততক্ষণে! তিনি তাই নিয়েই চললেন নবান্নে....
নবান্নে গিয়ে বাবুর মা মেডিকেল স্টাফদের ডেকে বললেন তাঁর ছেলের সাথে কি কি ঘটেছে, এবং অতঃপর উপায় না পেয়ে বেলেঘাটা আইডি তে ফোন করে বললেন বরণডালা সাজাতে,, কাল মানে 17 তারিখ তাঁর নবাবপুত্র যাবে চেক করাতে বেলেঘাটা আইডি তে। হাসপাতাল থেকে বলা হয় কাল অনেক দেরী হয়ে যাবে,, ছেলেকে আজই অর্থাৎ 16 তারিখই পাঠাতে...

কিন্তু নাহ্,, বাবু তোহ্ তখন বান্ধবীদের সময় দিতে ব্যাস্ত! সময় করে পরেরদিন বেলেঘাটা আইডি তে গেলেন রাজপুত্র,, সাথে দু-দিনে প্রায় কয়েকশো মানুষের ** মেরে দিয়ে গেলেন! অন্তত ডাক্তাররা তাই আশঙ্কা করছেন.... 



This is ...

We are honored to return to London, the son of Arunima De, Special Secretary to West Bengal. First Kareena virus-infected in Kolkata That, in effect, could harm many people in Kolkata completely. The Kolkata and shopping malls have been linked to the virus, but doctors say no action

No comments

Powered by Blogger.